Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

        

ক্রমিক নং

 সেবা নাম

সেবাগ্রহিতা নির্বাচন/ সেবা গ্রহিতা

     সময়সীমা

সেবা প্রদানের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী

০১.

বিষয়ভিত্তিক প্রশিক্ষণ

ইন্সট্রাক্টর ও উপজেলা  শিক্ষা অফিসার এক সাথে আলোচনা করে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য শিক্ষক তালিকা প্রস্তুত করেন। অত:পর প্রশিক্ষণের তালিকা উপজেলা শিক্ষা অফিসার মাধ্যমে জানুয়ারি মাসের মধ্যে তালিকা পাঠানো হয়।

  বরাদ্দ প্রাপ্তির ৩০ কার্য দিবসের মধ্যে

ইন্সট্রাক্টর,সহকারী ইন্সট্রাক্টর ও প্রতিষ্ঠান প্রধান

০২.

এসএমসির সদস্যদের প্রশিক্ষণ 

ইন্সট্রাক্টর ও উপজেলা  শিক্ষা অফিসার এক সাথে আলোচনা করে এসএমসির  প্রশিক্ষণের জন্য শিক্ষক তালিকা প্রস্তুত করেন। অত:পর প্রশিক্ষণের তালিকা উপজেলা শিক্ষা অফিসার মাধ্যমে জানুয়ারি মাসের মধ্যে তালিকা পাঠানো হয়।

 বরাদ্দ প্রাপ্তির ৩০ কার্য দিবসের মধ্যে

ইন্সট্রাক্টর,সহকারী ইন্সট্রাক্টর ও প্রতিষ্ঠান প্রধান

০৩.

প্রধান শিক্ষকগণের বিদ্যালয় ব্যবস্থাপনা ও একডেমিক সুপাভিশন সংক্রামত প্রশিক্ষক

 ইন্সট্রাক্টর ও উপজেলা  শিক্ষা অফিসার এক সাথে আলোচনা করে প্রধান শিক্ষকগণের প্রশিক্ষণের জন্য শিক্ষক তালিকা প্রস্তুত করেন। অত:পর প্রশিক্ষণের তালিকা উপজেলা শিক্ষা অফিসার মাধ্যমে জানুয়ারি মাসের মধ্যে তালিকা পাঠানো হয়।

 বরাদ্দ প্রাপ্তির ৩০ কার্য দিবসের মধ্যে

ইন্সট্রাক্টর,সহকারী ইন্সট্রাক্টর ও প্রতিষ্ঠান প্রধান

০৪.

প্রাক-প্রাথমিক ও সুস্বাস্থ্যে সুশিক্ষা শিক্ষকগণের প্রশিক্ষক

ইন্সট্রাক্টর ও উপজেলা  শিক্ষা অফিসার এক সাথে আলোচনা করে প্রাক-প্রাথমিক ও ৩য়- ৫ম শ্রেনির পাঠদান করেন এমন শিক্ষকগণের প্রশিক্ষণের জন্য শিক্ষক তালিকা প্রস্তুত করেন। অত:পর প্রশিক্ষণের তালিকা উপজেলা শিক্ষা অফিসার মাধ্যমে জানুয়ারি  মধ্যে প্রাক-প্রাথমিক শিক্ষকগণের তালিকা পাঠানো হয়।

  বরাদ্দ প্রাপ্তির ৩০ কার্য দিবসের মধ্যে

ইন্সট্রাক্টর,সহকারী ইন্সট্রাক্টর ও প্রতিষ্ঠান প্রধান

০৫.

তথ্য প্রদান/সরবরাহ

অফিস প্রধানের নিকট পূর্ণ নাম-ঠিকানাসহ সুস্পষ্ট কারণ উল্লেখকরে লিখিত আবেদন/ দরখাস্ত করতে হবে।  ৩নং কলামে বর্ণিত সময়ের    মধ্যে  প্রদানযোগ্য তথ্য প্রদান/সরবরাহ করতে হবে; তবে নিজ এক্তিয়ারাধীন বিষয় না হলে যথাস্থানে  আবেদনের পরামর্শ প্রদান করা হয়।

সম্ভবহলে তাৎক্ষণিক;

 না হলে সর্বোচ্চ ২ (দুই) কার্যদিবস

ইন্সট্রাক্টর,সহকারী ইন্সট্রাক্টর ও প্রতিষ্ঠান প্রধান

০৮

অভিযোগ দাখিল ও তথ্য প্রদানকারী কর্মকর্তা

ইন্সট্রাক্টর ,  উপজেলা রিসোর্স সেণ্টার ,নড়াইল সদর।

মোবাইলঃ ০১৭১১৪৫০১৯৯

 ই-মেইলঃ urcsadar.narail@gmail.com

০৯

আপিল দাখিল

সুপারিনটেনডেন্ট, পিটিআই, নড়াইল।

ফোনঃ :০২ ৪৭৭৭৭৩৩৪৫

মোবাইলঃ ০১৭১২৮৮৭৪৮৬

-মেইলঃ ptinari@gmail.com