অত্র দপ্তরে ১ (এক) ব্যাচ Special Education Needs And Disabilities (SEND) বিষয়ক প্রশিক্ষণের বরাদ্দ পাওয়া গেছে। একজন প্রধান শিক্ষক এবং একই স্কুলের একজন সহকারি শিক্ষক মোট ৩০ জন করে প্রশিক্ষণ গ্রহণকরতে পারবেন। বর্ণিত প্রশিক্ষণটি ঈদ এবং গ্রীষ্মের ছুটির মধ্যে মধ্যে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। প্রশিক্ষণার্থীগণ https://www.dpe.gov.bd/site/notices/1ca8e8ae-ecb7-413b-9ae0-f3f7e1293275/Special-Education-Needs-And-Disability-SEND-Framework সংযুক্ত নির্দেশনাপত্র (Framework) আবশ্যিকভাবে পড়ে একীভূত শিক্ষা বিষয়ক প্রয়োজনীয় তথ্যাদি অবহিত হয়ে প্রশিক্ষণের ১ম দিনে প্রি-টেস্টে অংশগ্রহণ করবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস